শেষ দৃশ্যে ।
আমি তো প্রস্তুত আছি --
যদি যেতে হয়
সহজে তোমার পথে চলে যাবো
কিছু কাজ বাকি ছিল
সে ও কিছু নয়
যদিও সম্পূর্ণ ছুটি কিম্বা অবসর
কে আর পেয়েছে কবে
সম্পূর্ণ সমাধা কবে হয়েছে কাহার !
এলোমেলো পরে থাকা কিছু বাকী কাজ
অসম্পূর্ণ কিছু ছবি; কিছু শিল্প ছাঁচ
কিছু পান্ডুলিপি --কবিতার।
********
মনে হয় -সব কিছু ভালো লাগে আজ
তোমাক্ব ই সবচেয়ে বেশী আপনার - মনে হয়
এই তো পরম লগ্ন বি-দেহী যাত্রার
এসো তবে লগ্ন বুঝে --
ভ্রমনের মত কিছু আনন্দ পাথেয়
সাথে এনো -------
আমিত প্রস্তুত আছি ।
রচনা --২৪/০৯/ ১১
______________
আমি তো প্রস্তুত আছি --
যদি যেতে হয়
সহজে তোমার পথে চলে যাবো
কিছু কাজ বাকি ছিল
সে ও কিছু নয়
যদিও সম্পূর্ণ ছুটি কিম্বা অবসর
কে আর পেয়েছে কবে
সম্পূর্ণ সমাধা কবে হয়েছে কাহার !
এলোমেলো পরে থাকা কিছু বাকী কাজ
অসম্পূর্ণ কিছু ছবি; কিছু শিল্প ছাঁচ
কিছু পান্ডুলিপি --কবিতার।
********
মনে হয় -সব কিছু ভালো লাগে আজ
তোমাক্ব ই সবচেয়ে বেশী আপনার - মনে হয়
এই তো পরম লগ্ন বি-দেহী যাত্রার
এসো তবে লগ্ন বুঝে --
ভ্রমনের মত কিছু আনন্দ পাথেয়
সাথে এনো -------
আমিত প্রস্তুত আছি ।
রচনা --২৪/০৯/ ১১
______________