ইতিহাস
প্রায় মৃত মানুষেরও ইতিহাস আছে -
নড়ে চরে, সুখে -দুখে কথা কয় ---
ক্ষযিষ্ণু অস্তিত্বে তবু টিকে থাকা শরীর তাহার
অবক্ষয়ে কাটে দিন
ক্রমশ আক্রান্ত তার সীমানা, সময়
বস্তুমুখী , বাস্তবিক সংগ্রামী বৃত্তের
আক্রান্ত নিশানা তার তবুও উড্ডীন
যাচ্ছিল উত্সাহে পূর্ণ অন্য একদিন
আজ ধৃত নগরীতে বন্দী তারা
এখনো নির্দিষ্ট মাপে তৈমুরেরা আসে
এবং তবুও এই মৃত-প্রায় মানুষেরা হাসে, - ভালবাসে
মনে হয় সুখে-দুখে আজ ও টিকে আছে !
(২১/১০/০৮ )
প্রায় মৃত মানুষেরও ইতিহাস আছে -
নড়ে চরে, সুখে -দুখে কথা কয় ---
ক্ষযিষ্ণু অস্তিত্বে তবু টিকে থাকা শরীর তাহার
অবক্ষয়ে কাটে দিন
ক্রমশ আক্রান্ত তার সীমানা, সময়
বস্তুমুখী , বাস্তবিক সংগ্রামী বৃত্তের
আক্রান্ত নিশানা তার তবুও উড্ডীন
যাচ্ছিল উত্সাহে পূর্ণ অন্য একদিন
আজ ধৃত নগরীতে বন্দী তারা
এখনো নির্দিষ্ট মাপে তৈমুরেরা আসে
এবং তবুও এই মৃত-প্রায় মানুষেরা হাসে, - ভালবাসে
মনে হয় সুখে-দুখে আজ ও টিকে আছে !
(২১/১০/০৮ )