Sunday, March 4, 2012

      পরিক্রমা 
পেরিয়ে  এসেছি কত রাত
মেঘ হয়ে  মুছে  দিলো  পরবর্তী সম্ভাবী প্রভাত
জীবনের ।
বার বার  বহুবার,  বছর বছর , যুগ ধরে 
পশ্চিমের সন্ধ্যাকাশে  আজো বিদ্যমান 
শবরী - অপেক্ষা  নিয়ে   বসে  আছি 
অথচ - ঠিকানা-হারা  দিগন্তের  শরশয্যা  পর 
মুখের অদল হারা শরীরের  ছাপ
স্মৃতিতেও  মুছে যাওয়া  তোমার আভাস !


পুস্প -ধুপ-আঁতরের   বিস্তৃত অঞ্জলী
আকাশে-বাতাসে  ভাসে 
আমি যারে  খুঁজে মরি  বার বার 
সে যেন ইন্দ্রিয়াতীত  অস্তিত্বের অন্য সীমানায় 
পরমানু স্পন্দনের ও  আরও   দুরে !
জ্যোতির্ময়ী  চেতনার অন্য এক রূপের  আঁধার 
সেই  - তুমি !
(২০/১১/০৮ )
_____

No comments:

Post a Comment