Wednesday, December 23, 2009

নাম যশ // যতি

বন্ধুরা প্রথম থেকেই ব্বোলেচ্ছিল / কবিতা না লিখে যদি পারতিস /গল্প বা উপন্যাস লিখতে / নাম হোতো খুব/ এবাং যদি পারতিস -কাচা আদিরস ঢালতে / তো / দু একটা ফ্লাট কোলকাতায় ; দু তিন সংস্করনেই...!/
বোলেছিলাম -/ নামের জন্য হলে ওভাবে কেন !/ দু একটা স্ক্যাম বা 'রেপ'এ জড্রালেই - কাগজে, টিভিতে /প্রচুর নাম ধাম !/ তারপর- ?... -থাক !/
***** *****
কিন্তু তবু কবিতা লিখতে হয্র / নামের জন্য নয্র /
মাতালের মতো আনন্দে ডুবতে পারি /
- তাই !
------------------------------------

বুকের ভিতর আস্তে হাটুন , দঊড়ে চলার হাজার জ্বালা
মান ভুলে যাও , মন কে ছাটো ; যেটুক সহজ সে টুক খেলা
আনন্দ ই ব্রহম্ম মিলন ; মৌ-চাকেও তাইতো মধু
যা ঘটেছে তাই ঘটি তো , যা পেলেনি -সে তার খেলা !

No comments:

Post a Comment