দীর্ঘ কবিতা
========
সম্পাদক মহাশয় ,
তুমি বড় না-ছোড়
আমার কাছে দীর্ঘ কবিতা চাওয়ার কোনো অর্থ হয় !
কিম্বা ; -- কোনো যথার্থ কবিতাই কি কখনো দীর্ঘ হয় ?
অথবা ; ---দীর্ঘ হতে হতে কোনো কবিতাই কি আর কবিতা থাকে !
এ সব নিয়ে আমি অনেক ভেবেছি ।
যা কবিতা , তা কখনো দীর্ঘ হয়না
যা দীর্ঘ তাকে আমি কবিতার ফ্রেমে বাঁধতে পারিনা ।
সম্পাদক মহাশয় ,
আমার কিছু ভাব - ভাবনা আছে
অথচ -- তাদের বেশী লাগাম নেই
এবং আমার কোনো দীর্ঘ কবিতা ছিলনা
অথবা , --আমার কবিতা কখনো খুব দীর্ঘ হবেনা
কেননা
ক্রমশ : সংকোচনে আমার ভাব - ভাবনা সংকুচিত হয়ে যাচ্ছে ।
হঠাত আমি দেখতে পাই
সকালের একটি তাজা ফুল , - বৈশাখের রোদ্দুরে
শুকোতে - শুকোতে সংকুচিত হতে থাকে
দুঃখে ভরা একটি ছোট কবিতার মতো !
তাই আমার মনে ----
দীর্ঘ কবিতার বাঁধুনি আসেনা ।
____________________________________________
A part of my ' দীর্ঘ কবিতা ' :
Composed ; 1982 by demands of my Publisher / Editor , C.R Park , Delhi .
Transliteration will follow if requests do come in .
========
সম্পাদক মহাশয় ,
তুমি বড় না-ছোড়
আমার কাছে দীর্ঘ কবিতা চাওয়ার কোনো অর্থ হয় !
কিম্বা ; -- কোনো যথার্থ কবিতাই কি কখনো দীর্ঘ হয় ?
অথবা ; ---দীর্ঘ হতে হতে কোনো কবিতাই কি আর কবিতা থাকে !
এ সব নিয়ে আমি অনেক ভেবেছি ।
যা কবিতা , তা কখনো দীর্ঘ হয়না
যা দীর্ঘ তাকে আমি কবিতার ফ্রেমে বাঁধতে পারিনা ।
সম্পাদক মহাশয় ,
আমার কিছু ভাব - ভাবনা আছে
অথচ -- তাদের বেশী লাগাম নেই
এবং আমার কোনো দীর্ঘ কবিতা ছিলনা
অথবা , --আমার কবিতা কখনো খুব দীর্ঘ হবেনা
কেননা
ক্রমশ : সংকোচনে আমার ভাব - ভাবনা সংকুচিত হয়ে যাচ্ছে ।
হঠাত আমি দেখতে পাই
সকালের একটি তাজা ফুল , - বৈশাখের রোদ্দুরে
শুকোতে - শুকোতে সংকুচিত হতে থাকে
দুঃখে ভরা একটি ছোট কবিতার মতো !
তাই আমার মনে ----
দীর্ঘ কবিতার বাঁধুনি আসেনা ।
____________________________________________
A part of my ' দীর্ঘ কবিতা ' :
Composed ; 1982 by demands of my Publisher / Editor , C.R Park , Delhi .
Transliteration will follow if requests do come in .
No comments:
Post a Comment