শেষের স্তবক
আজ এই সন্ধ্যার দুয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে বুকের ভিতরে
বোবা -মুখে ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার ছিল সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা
সূক্ষ তরঙ্গের মত নৈশব্দের জীবন্ত আঁধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তস্থলে
থাকে অপেক্ষায় ।
আজ তার ই সাথে সব বলা
অতিরীয়েন্দ্রের সেই মুক্ত- মঞ্চে ; এবং একেলা !
-------------------------------------
হিরন্ময় গৌ তম ; ২০১২ , কোন্নগর ।
Transliteration :
To day
on the waiting exit-door-step of Evening - life
all the vibrating thoughts come back to my Soul
with dumb - face and remain calm !
And all that I had ever to tell , as if
was a muse to myself
climbing beyond all words or in soliloquy
finally , exchanging feeling with myself
like quantum vibrating Black- hole - Time
where all conscious thoughts and feelings dive
in deeper silent womb of some UN-known !
And to day
on the Open- stage ; in some supra-sensual way
I muse with myself --alone !
_____________________
আজ এই সন্ধ্যার দুয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে বুকের ভিতরে
বোবা -মুখে ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার ছিল সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা
সূক্ষ তরঙ্গের মত নৈশব্দের জীবন্ত আঁধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তস্থলে
থাকে অপেক্ষায় ।
আজ তার ই সাথে সব বলা
অতিরীয়েন্দ্রের সেই মুক্ত- মঞ্চে ; এবং একেলা !
-------------------------------------
হিরন্ময় গৌ তম ; ২০১২ , কোন্নগর ।
Transliteration :
To day
on the waiting exit-door-step of Evening - life
all the vibrating thoughts come back to my Soul
with dumb - face and remain calm !
And all that I had ever to tell , as if
was a muse to myself
climbing beyond all words or in soliloquy
finally , exchanging feeling with myself
like quantum vibrating Black- hole - Time
where all conscious thoughts and feelings dive
in deeper silent womb of some UN-known !
And to day
on the Open- stage ; in some supra-sensual way
I muse with myself --alone !
_____________________
No comments:
Post a Comment