Thursday, December 25, 2014

Phanibhusan Basu phanibasu@gmail.com

12/21/12
to mailerservice
রৌদ্রে পোড়ে যুবতী রমনী !

রৌদ্রে পোড়ে যুবতী রমনী
রক্তে পো ড়ে স্বপ্নের পৃথিবী
শরীরে জোয়ার ঢালা যৌবনের
ছিন্ন -বস্ত্র ব্যর্থ-কাম
যেন দুঃশাসন
কেড়ে নেবে অঙ্গ -বাস ---নিজ ভ্রাতৃ-বধুর যৌবন

'বাসন ---বাসন চাই ; নতুন বাসন'
বিনিময় - মূল্যে খোঁজে ছেঁড়া ফাটা পুরানো বসন
এই দামে বিকিয়ে দিয়েছে তার ভরা বারোমাস
খুঁজে মরে বাসন্তী সাজানো লগ্ন , -- আগামী দিনের অঙ্গ-বাস ]

পাশা খেলে জিতে গ্যাছে সব কৌরবেরা
দ্রোপদী বাসন বেঁচে ফিরে পাবে সম্রাঙ্গী চেহারা
বাসনের দামে
রোদে রক্ত জল হয়ে নামে
শরীরের ঘামে !

'বাসন বাসন চাই নতুন বাসন ' -------
আগে -পিছে সমাজের সব দুঃশাসন
লম্পট দৃষ্টিতে চাটে , - তার বুক নিতম্বের ভার
যৌবন -যাদুতে দোলে প্রকৃতির আদি উপহার
সম্পূর্ণ সম্পদদ তার !

বাসন ! --বাসন চাই ? নতুন বাসন !
যুগের দ্রৌপদী হাঁকে ; কাঁধে -পিঠে পুরানো বসন
লম্পট কৌরব পিছে ; কামুক নর্তন
দ্বিতীয় পান্ডব খোঁজে দ্রৌপদীর বিপন্ন নয়ন !
_______________________
(১৯৭৩--৭৪ সন ; দৃশ্য-পট - দিল্লীর কোনো রাস্তা , শীতের দিনে ছেড়া -ফাটা শাড়ীতে রাজ-পুত 'বাসন -ওআলী'- দের অবস্থা দেখে ) |
Like ·  · Promote · Share
  • Phanibhusan Basu This poem is now re-printed on my page in honor of the' Brave Girl' (who resisted most the 'GANG' in modern ' GANG-RAPE-CAPITALl' )as a tribute to her "Profile in Courage' even in battling DEATH and her persistence to know --if the Rapists were caught or not . Great PORTRAIT of COURAGE in LIFE ! !

No comments:

Post a Comment