এই সময়
======
এই সময় -----
অন্তত: একটিবার
বর্ণ-শংকর বাঘের মত হলেও
' হালুম'---- শব্দে গর্জে উঠতে ইচ্ছা হয়
অন্তত : একটিবার ।
বার বার ; হার মেনে মেনে
পা - পা অনেক পিছিয়ে এসেছি
এ-খ- ন প্রায় দেয়ালে পিঠ
এ -খ ন প্রায় সম্পূর্ণ অরক্ষিত বুক
এখন প্রায় দাঁত-নখের রাজ্যে সমর্পিত !
বর্ণ-শঙ্কর বাঘের মতন হলেও
এ - খ - ন - - - - - -
ইচ্ছে হয় , --গর্জে উঠি
এবং
নখ ও বিকল্প সত্বায়
হিংস্র মাংসাশী মন্ত্রে বিশ্বাস রেখে-ই
ঘাড়ে - গর্দানে ঝাকি মেরে উঠে দাঁড়াই
অন্তত : একটিবার !
_______________________________________________________
Composed : (1970-s); published (1976) in DWITEEYO BRITTO ; Now edited for 'Facebook'
influnced by Bengal -events .
======
এই সময় -----
অন্তত: একটিবার
বর্ণ-শংকর বাঘের মত হলেও
' হালুম'---- শব্দে গর্জে উঠতে ইচ্ছা হয়
অন্তত : একটিবার ।
বার বার ; হার মেনে মেনে
পা - পা অনেক পিছিয়ে এসেছি
এ-খ- ন প্রায় দেয়ালে পিঠ
এ -খ ন প্রায় সম্পূর্ণ অরক্ষিত বুক
এখন প্রায় দাঁত-নখের রাজ্যে সমর্পিত !
বর্ণ-শঙ্কর বাঘের মতন হলেও
এ - খ - ন - - - - - -
ইচ্ছে হয় , --গর্জে উঠি
এবং
নখ ও বিকল্প সত্বায়
হিংস্র মাংসাশী মন্ত্রে বিশ্বাস রেখে-ই
ঘাড়ে - গর্দানে ঝাকি মেরে উঠে দাঁড়াই
অন্তত : একটিবার !
_______________________________________________________
Composed : (1970-s); published (1976) in DWITEEYO BRITTO ; Now edited for 'Facebook'
influnced by Bengal -events .
No comments:
Post a Comment