দিল্লী - দিল্লী
=========
এখানে তৈমূর -তৃষা নিয়ে আসে যে আদিম ক্ষুধা
তাহার ই প্রেতাত্মা আজ পথে - ঘাটে মাপিছে বসুধা
বস্তুবাদী তার ই বংশ ধর
ভরেছে নির্ভর - মাটি ; কিনে - কিনে রেখেছে বাতাস
নতুন মিনার জাগে এ মাটির অলি- গলি বেয়ে
এরাও প্রশ্রয় পাবে ইতিহাসে রেখে যাবে কিছু চূণ - কালি
দ্বিতল ত্রিতল আর অভ্র-ভেদী আবাসের ফাঁকে ফাঁকে বনিক -সঞ্চয়
কলুষ - গোপন এক ইতিহাস জমা করে রাখে !
(Contd . )
___________________________________________________________
Composed : 1960-S :Published in different journals ( not book-form )
=========
এখানে তৈমূর -তৃষা নিয়ে আসে যে আদিম ক্ষুধা
তাহার ই প্রেতাত্মা আজ পথে - ঘাটে মাপিছে বসুধা
বস্তুবাদী তার ই বংশ ধর
ভরেছে নির্ভর - মাটি ; কিনে - কিনে রেখেছে বাতাস
নতুন মিনার জাগে এ মাটির অলি- গলি বেয়ে
এরাও প্রশ্রয় পাবে ইতিহাসে রেখে যাবে কিছু চূণ - কালি
দ্বিতল ত্রিতল আর অভ্র-ভেদী আবাসের ফাঁকে ফাঁকে বনিক -সঞ্চয়
কলুষ - গোপন এক ইতিহাস জমা করে রাখে !
(Contd . )
___________________________________________________________
Composed : 1960-S :Published in different journals ( not book-form )
No comments:
Post a Comment