রিক্ত - ঋতু
========
একে একে ঝরে পড়ে পাতা
বৃক্ষ ই নীরব
বাতাস দুঃখের সুরে কী গান শোনায়
বিগত শৈশব
উদাসী মিছিলে যায় শরীরের পরাস্ত বৈভব
ঝড়ে পড়ে পাতা
বিদ্বেষী বাতাস আসে প্রহসনে হাসে
বৃক্ষই নীরব !
--------------------------------------
composed : 1970-s ( published ).
মূল কবিতা টাই পাঠালাম ।
====================================
" শরীর ছেড়ে উপরে এলে
সহ-জ মনে চেতনা পাখা ম্যালে
আর একটু খন না হয় থাকো
যাবেই যদি , --
বলনা ; ক্যানো এলে ? !"
--------------------------------
Part poem of HGT.
====================================
" শরীর ছেড়ে উপরে এলে
সহ-জ মনে চেতনা পাখা ম্যালে
আর একটু খন না হয় থাকো
যাবেই যদি , --
বলনা ; ক্যানো এলে ? !"
--------------------------------
Part poem of HGT.
No comments:
Post a Comment