কলকাতা - ৭০
==========
প্রাচীরে প্রাচীরে কোলকাতার
প্রত্যেক গলি-রাস্তার বুকে -পিঠে কোলকাতার
দগ - দগ করে জ্বলছে
দেয়াল জুড়ে দেয়াল - লিখন !
তোমরা দেখেছো কী ?
তোমরা পড়েছো কী ?
অফিসে ই যাও বা বাজারে
ইস্কুলে কিম্বা খেলার মাঠে
চিত্র-তারকার বুক ছঁয়ে কিম্বা সান্ধ্য মজলিসে
সিনেমায় বা নৈশ - ক্লাবে -----
চোখে পড়ার মতো উত্তেজনায়
স্পষ্ট হয়ে জ্বলছে
প্রাচীরে প্রাচীরে দেয়াল - লিখন
কলকাতায় !
----------( contd . )
------------------------------------------------------------------
From " দ্বিতীয় বৃত্ত " by Phani Basu : Published 1976
==========
প্রাচীরে প্রাচীরে কোলকাতার
প্রত্যেক গলি-রাস্তার বুকে -পিঠে কোলকাতার
দগ - দগ করে জ্বলছে
দেয়াল জুড়ে দেয়াল - লিখন !
তোমরা দেখেছো কী ?
তোমরা পড়েছো কী ?
অফিসে ই যাও বা বাজারে
ইস্কুলে কিম্বা খেলার মাঠে
চিত্র-তারকার বুক ছঁয়ে কিম্বা সান্ধ্য মজলিসে
সিনেমায় বা নৈশ - ক্লাবে -----
চোখে পড়ার মতো উত্তেজনায়
স্পষ্ট হয়ে জ্বলছে
প্রাচীরে প্রাচীরে দেয়াল - লিখন
কলকাতায় !
----------( contd . )
------------------------------------------------------------------
From " দ্বিতীয় বৃত্ত " by Phani Basu : Published 1976
No comments:
Post a Comment