পিত: , মোরে করহ বিস্তার
আমারে প্রকাশ কর ভেঙ্গে দিয়ে সীমারে আমার
আকাশের একটুকু পৃথিবীর এক টুকু স্থান
স্বার্থে ভরা গৃহকোন , তৃষ্ণা-ঠাসা এতটুকু প্রান
সহেনা - সহেনা আর তোমার উন্মুক্ত নভো:স্থলে
আপনারে এ বঞ্চনা ক্ষুদ্রতার মাঝে পলে পলে
আমার নি;শ্বাস চায় আকাশের সামগ্রিক বায়ু
তোমার আশীষ মাঙ্গে আমাতে নির্দিষ্ট পরমায়ু
আমার বিস্তার খোঁজে ধরনীর বাতাসে সব সবুজে
আমাকে সম্পূর্ণ কর সবাকার অসম্পূর্ণ কাজে
আমিত তোমারি সৃষ্টি ; যা চাহিব সে ও তো তোমার
আমাকে তোমার কর ; আত্মীয় করগো সবাকার ।
As a teen - Age boy, this poem was composed between 1947 and '49
now re-written from memory and edited the 'broken ' space in 2 or 3 places
------------------------------------------------------------------.
আমারে প্রকাশ কর ভেঙ্গে দিয়ে সীমারে আমার
আকাশের একটুকু পৃথিবীর এক টুকু স্থান
স্বার্থে ভরা গৃহকোন , তৃষ্ণা-ঠাসা এতটুকু প্রান
সহেনা - সহেনা আর তোমার উন্মুক্ত নভো:স্থলে
আপনারে এ বঞ্চনা ক্ষুদ্রতার মাঝে পলে পলে
আমার নি;শ্বাস চায় আকাশের সামগ্রিক বায়ু
তোমার আশীষ মাঙ্গে আমাতে নির্দিষ্ট পরমায়ু
আমার বিস্তার খোঁজে ধরনীর বাতাসে সব সবুজে
আমাকে সম্পূর্ণ কর সবাকার অসম্পূর্ণ কাজে
আমিত তোমারি সৃষ্টি ; যা চাহিব সে ও তো তোমার
আমাকে তোমার কর ; আত্মীয় করগো সবাকার ।
As a teen - Age boy, this poem was composed between 1947 and '49
now re-written from memory and edited the 'broken ' space in 2 or 3 places
------------------------------------------------------------------.
No comments:
Post a Comment