METAMORPHIC
আজ-ও রোজ ভোর হয় , সূর্য ওঠে --জানি
তবু এই ভোর , - সেই উষা নয় ;
সে ই সূর্য ওঠা নয় -- - - - - !
এ যেন তোমার ই মুখের ভিন্ন অন্য কোনো ছবি !
সব কিছু ধোয়া -মোছা ; অথবা আমার ই
কোনো জন্মান্তর - - - - - -
চিরন্তনী আকাশ - মাটির অন্য রূপ !
-----------------------------------------------
আজ-ও রোজ ভোর হয় , সূর্য ওঠে --জানি
তবু এই ভোর , - সেই উষা নয় ;
সে ই সূর্য ওঠা নয় -- - - - - !
এ যেন তোমার ই মুখের ভিন্ন অন্য কোনো ছবি !
সব কিছু ধোয়া -মোছা ; অথবা আমার ই
কোনো জন্মান্তর - - - - - -
চিরন্তনী আকাশ - মাটির অন্য রূপ !
-----------------------------------------------
No comments:
Post a Comment