অর্জুন ! অর্জুন !!
by PARASHAR ( Pibi ).
==========
মগ্ন -চিন্তা চোখের কিনারে
চিবুক ক্রমশ : দীর্ঘ চক্রান্তের ভারে
কুরুক্ষেত্র ক্রমশ: বিস্তৃত
আত্মীয় বিদ্বেষী আজ ; বন্ধুজন ঘোর স্বার্থপর
তুমি কোন ধর্ম-পুত্র ? ক্ষত্রিয়ের বুদ্ধিতে প্রখর ? !
পাশে ই ধনুক-বান ; নিকটে তোমার
অফিসের ঘুষ-খোর Boss কৃষ্ণধন
পানে - পণ্যে সদা তুষ্ট ; Staff - Car -এ সাথে নিয়ে ঘোরে
"ভয় নাই , ভয় নাই , -দিতেছে আশ্বাস
হানো অস্ত্র দুর্জয় অর্জুন
পাঁচ ভাই লুটে খাও সহস্রের স্বপ্নের সবুজ ।
**** ******
জন্ম-মৃত্যু পূর্ব - নির্ধারিত
Staff - Car এ কৃষ্ণ রক্ষাকারী
কালো- ধনে ভান্ডার রক্ষিত
অস্ত্র তুলে লও
তুমিত নিমিত্ত -মাত্র ; দুষ্ট -যন্ত্রে ঘটাও বিস্ময়
ভ্রষ্ট কৃষ্ণ - যুধিষ্ঠির , - শাসনের উত্তুঙ্গে আসীন
তুমি তার ক্রীড়া-যন্ত্র 'গান্ডীব '-এর মাধ্যমে অধীন
ভ্রষ্ট গুরু-কুল ধনুর্বানে উত্তোলিত ভূজ
তোমার শক্তির বিষে নষ্ট হ্য় ক্ষেতের সবুজ !
- - - - - - -- -
বরং অজ্ঞাতবাসে চল, - হও নপুংসক
শমী -শীর্ষে অস্ত্র রাখো , মানো 'অবক্ষয়'
তারপর বৃহন্নলা নামে , রমনীর সখী হও
রহ এই সাজে
ক্লীব - দুষ্ট অধুনা সমাজে !
____________________________________________________________________________
Composed : 1980-s ; published 1985 in " SOMOY BADO BYANGO ROSIK " ; Calcutta .by EKAK Prakashonnee,; 10 / 3c Nepal bhattacharjee St. ; Cal . --26.
by PARASHAR ( Pibi ).
==========
মগ্ন -চিন্তা চোখের কিনারে
চিবুক ক্রমশ : দীর্ঘ চক্রান্তের ভারে
কুরুক্ষেত্র ক্রমশ: বিস্তৃত
আত্মীয় বিদ্বেষী আজ ; বন্ধুজন ঘোর স্বার্থপর
তুমি কোন ধর্ম-পুত্র ? ক্ষত্রিয়ের বুদ্ধিতে প্রখর ? !
পাশে ই ধনুক-বান ; নিকটে তোমার
অফিসের ঘুষ-খোর Boss কৃষ্ণধন
পানে - পণ্যে সদা তুষ্ট ; Staff - Car -এ সাথে নিয়ে ঘোরে
"ভয় নাই , ভয় নাই , -দিতেছে আশ্বাস
হানো অস্ত্র দুর্জয় অর্জুন
পাঁচ ভাই লুটে খাও সহস্রের স্বপ্নের সবুজ ।
**** ******
জন্ম-মৃত্যু পূর্ব - নির্ধারিত
Staff - Car এ কৃষ্ণ রক্ষাকারী
কালো- ধনে ভান্ডার রক্ষিত
অস্ত্র তুলে লও
তুমিত নিমিত্ত -মাত্র ; দুষ্ট -যন্ত্রে ঘটাও বিস্ময়
ভ্রষ্ট কৃষ্ণ - যুধিষ্ঠির , - শাসনের উত্তুঙ্গে আসীন
তুমি তার ক্রীড়া-যন্ত্র 'গান্ডীব '-এর মাধ্যমে অধীন
ভ্রষ্ট গুরু-কুল ধনুর্বানে উত্তোলিত ভূজ
তোমার শক্তির বিষে নষ্ট হ্য় ক্ষেতের সবুজ !
- - - - - - -- -
বরং অজ্ঞাতবাসে চল, - হও নপুংসক
শমী -শীর্ষে অস্ত্র রাখো , মানো 'অবক্ষয়'
তারপর বৃহন্নলা নামে , রমনীর সখী হও
রহ এই সাজে
ক্লীব - দুষ্ট অধুনা সমাজে !
____________________________________________________________________________
Composed : 1980-s ; published 1985 in " SOMOY BADO BYANGO ROSIK " ; Calcutta .by EKAK Prakashonnee,; 10 / 3c Nepal bhattacharjee St. ; Cal . --26.
No comments:
Post a Comment