Potential ' nothingness ', - the womb of all Positive duality !
ক্রমশ শূন্যতা বাড়ে পূর্ণ বৃত্তে অঙ্কুরের মতো
ক্রমশ বোধির বৃক্ষে অগনিত মুকুল ঘনায় !
--------------------------------------------------------
Composed : 4/13/2015
কোনো সুপরিকল্পিত নাটকের মত
যদি , -- পাওয়া যেত মালায় গাঁথা কোনো মুহূর্ত
বলতে না-বলতে ই তুমি এলে
জুড়িয়ে আসা সন্ধ্যাটাকে
তোমার লালচে শাড়ীর আঁচলে জড়িয়ে !
---------------------------------------------------------------------------------------
Part -poem [ Y O U ]: Published in MURDERED MOON " ; (1983 ).
ক্রমশ শূন্যতা বাড়ে পূর্ণ বৃত্তে অঙ্কুরের মতো
ক্রমশ বোধির বৃক্ষে অগনিত মুকুল ঘনায় !
--------------------------------------------------------
Composed : 4/13/2015
কোনো সুপরিকল্পিত নাটকের মত
যদি , -- পাওয়া যেত মালায় গাঁথা কোনো মুহূর্ত
বলতে না-বলতে ই তুমি এলে
জুড়িয়ে আসা সন্ধ্যাটাকে
তোমার লালচে শাড়ীর আঁচলে জড়িয়ে !
---------------------------------------------------------------------------------------
Part -poem [ Y O U ]: Published in MURDERED MOON " ; (1983 ).
No comments:
Post a Comment