Tuesday, June 17, 2014

গঙ্গায়    কচুরীপানা 
============
ভেসে  যায় 
কোথা  ---যায় !
ক-তো -দূর  ?
******
সমুদ্র    কোথায়  ??

এ   শুধু   ভাঁটার   টান  
অন্য - নামে   নিঃ শব্দ   ভ্রমণ ! 
ফিরে  ফিরে   আসে    বারে বারে 
নতুন   জোয়ারে  !
প্রকৃতির  - প্রবৃত্তির   পুনরাবর্তনে  
  - - - - - - - -- - - -
জীবনের  - জীবিকার   --সভ্যতার   দায় !
   *******
গঙ্গার   কচুরীপানা 
যেন , আমি    নিজে   বিকল্পিত 
অনন্য   বিধানে  !!
__________




No comments:

Post a Comment