Monday, September 17, 2012

শ্রাবণ 

সারাদিন  মেঘেঢাকা  আকাশের  মুখখানা  ম্লান 
প্রিয়ার  মুখের  মত ; বিরহী -দিনের  প্রতীক্ষায় 
কখন  সকাল  থেকে   সূর্য  নিরুদ্দেশ  
ফোঁটা  ফোটা  অশ্রু  ঝরে  উত্কন্ঠিত  আকাশ  কান্নায় 
সিক্ত  তাই  ধরনীর   অস্শ্রু-মোছা   সবুজ  অঞ্চল !
দুঃখের  হাওয়ারা  ছোটে   কান্নার  সীমানা  ছুঁয়ে 
ঝরো -ঝর   পত্র  শিহরণ  !
- - - - - - - - - - -- - -  - - - - - -
দিন  -দিন  সারাদিন; একঘেয়ে  কান্নাভরা  নৈরাশ্য -মলিন 
সূর্যের  নিশানা  নাই !  কোথা   গ্যালো  বার্তাবাহী   আলোর  প্রবাহ 
এ  প্রেমের   লগ্ন  শেষ  ! বন্ধ্যা   পৃথিবীর  বুকে  অপরান্হ  ওই  নেমে এলো !
( রচনা  ১৯৫৮)
    
ছররা 

মাসীগো  মাসী  আর কি  হাসি  পাচ্ছে  ঠিক
দিক  বিদিক  শুন্য আজ ; লুটছে  দেশ , ভুগছে  দেশ   ভারত বর্ষ  সব খানে
প্রধান  প্রিয়  নেতা   এত  প্রিয় ,  দেশ-বিদেশে   কত   কাম  !
Washignton  Poost   খুলে  দ্যাখো  ,  আমরিকা  ও  করছে নাম  !
কালো  টাকার  স্বর্ণ -লঙ্কা !  উপোষ  করি ?--তাতে  কী 
উপর তলায়  টাকার   জো য়ার  ; হিংসা  করো ! ছি , ছি , ছি ! !

No comments:

Post a Comment