কফি - হাউসে এক দশক পরে ।
_________________________
কফি হাউসে আমার টেবিলে
সূর্য উপহার দিলো
আস্ত পাঁপরের মত এক খন্ড রোদ্দুর
উল্টোদিকের বিদেশিনী বন্ধুর মত উঠে গেলেন
আমার প্রিয় নির্জনতা ফিরিয়ে দিয়ে ।
আশ -পাশের টেবিল থেকে কফির ধোঁয়া
শাড়ীর পাড় বুনে মিলিয়ে যাচ্ছে সমবেত শূণ্যতায়
বিদেশিনীর ফেলে যাওয়া খাবার প্লেটে এখন
স্বদেশী মাছির ভীড় ।
এ সময়ে চমকপ্রদ কিছু করা যাক
' বেয়ারা , বেয়ারা , শোনো -- এক কাপ কফি
তোমার জামাটা বড্ড ময়লা বাপু
বক্শীস পেতে হলে বাইরেটা পরিস্কার রাখতে হয় ।
( আমার ভিতর তা বেশ ঢাকাই আছে )\
কফি- হাউসের দেয়ালে - সবুজ বিশ্বাস
আগুনে-মশালে প্রজ্জোল
জানালার কাঁচে নিজের অস্পষ্ট প্রতিকৃতি দেখে দুঃখিত হই ।
অথচ দশ বছর আগে
দেয়ালের পোস্টারের মত জ্বলন্ত ছিলাম !
এখন গুলি-খাওয়া হাত দিয়েই প্রভুদের ' সন্তুষ্ট ' রাখি ।
বিদেশিনী উঠে না গেলেই ঠিক হত !
আমার নির্জনতা আমাকেই যেন তিরস্কার করে !
পাঁপরের মত হলুদ রোদ্দুর
এখন -- অন্য টেবিলে আলো ছড়ায় !
______________________________________
অক্টোবর , ১৯৭৭ ; রাজধানীর কবিতা , দিল্লী ।
_________________________
কফি হাউসে আমার টেবিলে
সূর্য উপহার দিলো
আস্ত পাঁপরের মত এক খন্ড রোদ্দুর
উল্টোদিকের বিদেশিনী বন্ধুর মত উঠে গেলেন
আমার প্রিয় নির্জনতা ফিরিয়ে দিয়ে ।
আশ -পাশের টেবিল থেকে কফির ধোঁয়া
শাড়ীর পাড় বুনে মিলিয়ে যাচ্ছে সমবেত শূণ্যতায়
বিদেশিনীর ফেলে যাওয়া খাবার প্লেটে এখন
স্বদেশী মাছির ভীড় ।
এ সময়ে চমকপ্রদ কিছু করা যাক
' বেয়ারা , বেয়ারা , শোনো -- এক কাপ কফি
তোমার জামাটা বড্ড ময়লা বাপু
বক্শীস পেতে হলে বাইরেটা পরিস্কার রাখতে হয় ।
( আমার ভিতর তা বেশ ঢাকাই আছে )\
কফি- হাউসের দেয়ালে - সবুজ বিশ্বাস
আগুনে-মশালে প্রজ্জোল
জানালার কাঁচে নিজের অস্পষ্ট প্রতিকৃতি দেখে দুঃখিত হই ।
অথচ দশ বছর আগে
দেয়ালের পোস্টারের মত জ্বলন্ত ছিলাম !
এখন গুলি-খাওয়া হাত দিয়েই প্রভুদের ' সন্তুষ্ট ' রাখি ।
বিদেশিনী উঠে না গেলেই ঠিক হত !
আমার নির্জনতা আমাকেই যেন তিরস্কার করে !
পাঁপরের মত হলুদ রোদ্দুর
এখন -- অন্য টেবিলে আলো ছড়ায় !
______________________________________
অক্টোবর , ১৯৭৭ ; রাজধানীর কবিতা , দিল্লী ।
No comments:
Post a Comment