মায়া :
একটু দূরে হাতছানি দ্যায় কে
আবছায়া এই অন্ধকারে এ কোন কায়া
চোখ ইসারায় ডাকে
সে কি কেবল অভিসারের ভন্গী- টুকু ই জানে
তোমায় যেন খুঁজতে গিয়ে তেপান্তরের মাঠে
হারিয়ে ফেলি পথ
সেই খানেই দেখি তোমার হাত ছানি ঠিক
সে কি তুমি !?
--------------------------------------
Composed : 1977
No comments:
Post a Comment