শেষের স্তবক ।
আজ এই সন্ধ্যার দূয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে
বোবা-মুখে বুকের ভিতরে
ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার বাকী . -সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে , একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা
সু-সুক্ষ তরঙ্গ-মতো নৈঃ শব্দের জীবন্ত আধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তঃ পুরে
আজ -- তারই সাথে সব বলা
অতিরীয়েন্দ্রের সেই মুক্ত-মঞ্চে ---
এবং একেলা !
-----
Composed : 23 June, 2009, Konnagar .
=================================
উত্তরণ
যেখানে অস্তিত্ব ছিল
আজ যেন ---
সেখানে আকাশ নেই আর
যেখানে ছিলাম এতকাল
আজ যেন বিস্তারিত মাটি ও বাতাস
চৈতন্যের মুক্ত দ্বার ; খাঁচা -খোলা পাখী
দূরে ওড়ে , শুন্যে ভাসে , - উড্ডীন ডানায়
এবং একাকী !
আমি-ই একেলা ভাসি
এই বিশ্ব আমার-ই বিকাশ
অস্তিত্বের, চৈতন্যের চিত্রিত স্পন্দন
যেখানে ছিলাম বাঁধা সেই খানে আজ মুক্তাঙ্গন
আকাশ আকাশে গলে ----
মহাকাশে যেন মুক্ত প্রাণ !
____________________
Composed : 27/ 04//2009; Konnagar.
আজ এই সন্ধ্যার দূয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে
বোবা-মুখে বুকের ভিতরে
ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার বাকী . -সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে , একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা
সু-সুক্ষ তরঙ্গ-মতো নৈঃ শব্দের জীবন্ত আধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তঃ পুরে
আজ -- তারই সাথে সব বলা
অতিরীয়েন্দ্রের সেই মুক্ত-মঞ্চে ---
এবং একেলা !
-----
Composed : 23 June, 2009, Konnagar .
=================================
উত্তরণ
যেখানে অস্তিত্ব ছিল
আজ যেন ---
সেখানে আকাশ নেই আর
যেখানে ছিলাম এতকাল
আজ যেন বিস্তারিত মাটি ও বাতাস
চৈতন্যের মুক্ত দ্বার ; খাঁচা -খোলা পাখী
দূরে ওড়ে , শুন্যে ভাসে , - উড্ডীন ডানায়
এবং একাকী !
আমি-ই একেলা ভাসি
এই বিশ্ব আমার-ই বিকাশ
অস্তিত্বের, চৈতন্যের চিত্রিত স্পন্দন
যেখানে ছিলাম বাঁধা সেই খানে আজ মুক্তাঙ্গন
আকাশ আকাশে গলে ----
মহাকাশে যেন মুক্ত প্রাণ !
____________________
Composed : 27/ 04//2009; Konnagar.
No comments:
Post a Comment