আবার ফিরে এলাম
==============
ভূল বুঝনা - - -
আবার ফিরে এলাম ।
ভেবেছিলে -
বুঝিবা আত্ম-বিলুপ্তি বা আত্মহণন
অতবা বিকল্পে
আত্ম-নির্বাসন !
ফিরে এলাম
স্পৃষ্ট-ক্লিষ্ট অভীসায় ঠাসা
নিরুপায় আগ্নেয়গিরির আকাশ-মুক্তিতে ।
সুদীর্ঘ চতুর্দশ বছর প্রকাশিত ছিলামনা বলেই
ভেবে রেখো না
এ আমার ফুরিয়ে যাওয়া ।
অতঃপর
সহজ আত্মবিশ্বাসে এবং আভ্যন্তরীণ উদ্ভাসনে
আবার --- ফেরে এলাম ।
___________________
১৯ /১১ / ২০০৮
==============
ভূল বুঝনা - - -
আবার ফিরে এলাম ।
ভেবেছিলে -
বুঝিবা আত্ম-বিলুপ্তি বা আত্মহণন
অতবা বিকল্পে
আত্ম-নির্বাসন !
ফিরে এলাম
স্পৃষ্ট-ক্লিষ্ট অভীসায় ঠাসা
নিরুপায় আগ্নেয়গিরির আকাশ-মুক্তিতে ।
সুদীর্ঘ চতুর্দশ বছর প্রকাশিত ছিলামনা বলেই
ভেবে রেখো না
এ আমার ফুরিয়ে যাওয়া ।
অতঃপর
সহজ আত্মবিশ্বাসে এবং আভ্যন্তরীণ উদ্ভাসনে
আবার --- ফেরে এলাম ।
___________________
১৯ /১১ / ২০০৮
No comments:
Post a Comment