শেষের কবিতা ।
যৌবনের স্বপ্ন ছিল ---
কোনদিন পর্বতারোহনে যাবো
অথবা 'আরন্যক - অভিসারে'
যেখানে উন্নত আকাশ প্রমিকার চোখের মতো নীল
যেখানে উচ্চতা
আগ্রহী কুমারী-বুকের মতো সাহোসী- এবং
মন্দিরের চূড়ার মতো উচ্চভাষী
এই সব কল্পিত অভিসারের পরেও
আমার পথ আমায় বাঁধছে
তব ও ---জানিনা
ছোট্টবেলার বন্ধুর মত
কৈশোরের দুষ্টুমিভরা স্বপ্নের মতো
যৌবনের ব্যর্থতার মত
আমার আভ্যন্তরীণ অহংকার ও সংকোচের মতো
আমার পরবর্তী যাত্রাপথ
কোনদিন ; কোনো পরিকল্পিত গন্তব্যে
পৌছে যাবে ; কি যাবেনা !
___________________
যৌবনের স্বপ্ন ছিল ---
কোনদিন পর্বতারোহনে যাবো
অথবা 'আরন্যক - অভিসারে'
যেখানে উন্নত আকাশ প্রমিকার চোখের মতো নীল
যেখানে উচ্চতা
আগ্রহী কুমারী-বুকের মতো সাহোসী- এবং
মন্দিরের চূড়ার মতো উচ্চভাষী
এই সব কল্পিত অভিসারের পরেও
আমার পথ আমায় বাঁধছে
তব ও ---জানিনা
ছোট্টবেলার বন্ধুর মত
কৈশোরের দুষ্টুমিভরা স্বপ্নের মতো
যৌবনের ব্যর্থতার মত
আমার আভ্যন্তরীণ অহংকার ও সংকোচের মতো
আমার পরবর্তী যাত্রাপথ
কোনদিন ; কোনো পরিকল্পিত গন্তব্যে
পৌছে যাবে ; কি যাবেনা !
___________________
No comments:
Post a Comment