কিছু ইচ্ছা ছিল , কিছু তৃষ্ণা ছিলো , কিছু স্বপ্ন ছিল বুঝি এই প্রানে
ছোট্ট ডালে ও ফুল ফুটেছিল ; তাই দেখে লোভ এই মোনে
ঝর - বাদল বা অনাবৃষ্টি ; সে সব দোষ আমার ছিল ?
ডালে লগ্ন ছিল ;---- তবু সে ফুটল না !
________________________________________________
Poetry : by HGT
ছোট্ট ডালে ও ফুল ফুটেছিল ; তাই দেখে লোভ এই মোনে
ঝর - বাদল বা অনাবৃষ্টি ; সে সব দোষ আমার ছিল ?
ডালে লগ্ন ছিল ;---- তবু সে ফুটল না !
________________________________________________
Poetry : by HGT
No comments:
Post a Comment