জীবন
-----
ফুল ফুটিয়ে তলার স্বপ্নে তৃষ্ণা মেটা ই সবুজ আঙ্গিনার
বেঁচে থাকার সু-বিশ্বাসে আকাশ - হৃদয় - আলো
সৃষ্টি করে শিল্পায়ন নিত্য -দিনের চলন্ত - উত্সাহ
কোন রসিকের খাম-খেয়ালী বুলে বুকে চমত্কারী জাদু !
একটু যদি জানতে পারি আমরা সে কোন মহা- প্রদর্শনীর
উচ্ছলিত চঞ্চলতার স্বয়ং -ক্রিয় বাতি -----
কিম্বা কোনো মরুভূমির মধ-দিনের মায়া
উত্সারিত সূর্য -প্রেমে চমকানো এক চলন্ত- বিগ্রহ !
_________________________________________
Part of a published poem (1968 ): by Pibi 1968 .
-----
ফুল ফুটিয়ে তলার স্বপ্নে তৃষ্ণা মেটা ই সবুজ আঙ্গিনার
বেঁচে থাকার সু-বিশ্বাসে আকাশ - হৃদয় - আলো
সৃষ্টি করে শিল্পায়ন নিত্য -দিনের চলন্ত - উত্সাহ
কোন রসিকের খাম-খেয়ালী বুলে বুকে চমত্কারী জাদু !
একটু যদি জানতে পারি আমরা সে কোন মহা- প্রদর্শনীর
উচ্ছলিত চঞ্চলতার স্বয়ং -ক্রিয় বাতি -----
কিম্বা কোনো মরুভূমির মধ-দিনের মায়া
উত্সারিত সূর্য -প্রেমে চমকানো এক চলন্ত- বিগ্রহ !
_________________________________________
Part of a published poem (1968 ): by Pibi 1968 .
No comments:
Post a Comment