ভুলোনা সুখের গানে ; থেমো নাকো আরণ্যক ধ্যানে
অথবা যেওনা -------
আপন উঠান ফেলে সমুদ্র সন্ধানে
সব -কিছু সকলের নয়
ঘর দোর্ গাছ-পালা , পুকুরের ধার
কারো কার অন্তিম আশ্রয় ।
যতো ভাবে খুঁ জে থাকো , - এটুকু ভুলোনা
সমগ্র হিসাব শেষে যা কিছু তা কিছু ই রবেনা
শুধু ঘরে ফিরে আসা নিজের ভিতরে
সে ই বুঝি নির্দিষ্ট সোপান
তীর্থ-পথ ; জীবনের , ভ্রমণের , মননের !
______________________________________________________-
From : " Aabaar Fire Elaam " ; by Hiranmoy ; published 2008 |
অথবা যেওনা -------
আপন উঠান ফেলে সমুদ্র সন্ধানে
সব -কিছু সকলের নয়
ঘর দোর্ গাছ-পালা , পুকুরের ধার
কারো কার অন্তিম আশ্রয় ।
যতো ভাবে খুঁ জে থাকো , - এটুকু ভুলোনা
সমগ্র হিসাব শেষে যা কিছু তা কিছু ই রবেনা
শুধু ঘরে ফিরে আসা নিজের ভিতরে
সে ই বুঝি নির্দিষ্ট সোপান
তীর্থ-পথ ; জীবনের , ভ্রমণের , মননের !
______________________________________________________-
From : " Aabaar Fire Elaam " ; by Hiranmoy ; published 2008 |
No comments:
Post a Comment