Tuesday, February 24, 2015

পরমেশ্বর
======
এক  কণা  সূর্য-রশ্মী  পেলে  বা  হারালে
এই  দিন  - এই  রাত্রি
মহা  বিশ্বে   কী  রেখেছো
পায়ের  আঙ্গুলে  কণা -ধূলি   এ  পৃথিবী
অনন্তের  জোনাকী-  উচ্ছাস    তোমার ইচ্ছায়  ভাসে 
ছায়া -পথে    কোটি  সূর্য   হেসে-খেলে  যায়
পরম নৃত্যের  তালে    সে  কার  খেয়ালে
চৈতন্যে  মুহূর্ত  ভাসে    মহাকাল  স্তব্ধ   নিরুত্তর
 - - - - - - - - - -
 এদিকেও    মন্দির  রয়েছে   এবং  রয়েছে   গীর্জা    মসজিদের  চূড়া
প্রার্থনার  মূর্ত   সত্তা  !
********         ************
বলেছে  'নাস্তিক ' ; তবু    বার  বার  খুঁজেছি  তোমার
সৃষ্টির   ছন্দের  তাল ; ---  তখনি  তোমার
শরীরের  গন্ধ  পাই   আকাশে  বাতাসে  ফুলে -  ফলে
রাত্রির  আকাশে  দেখি   অসংখ্য    প্রদীপ  জ্বলে   'মন্দিরের  '
সেখানে   যখনি    ডাকো   প্রণামে   প্রথমে  চলে   আসি
- - - - - -
  যদিবা   নাস্তিক  ভাবে  ; -  - -  কী  বা  আসে  যায়
সমগ্র  ব্রহ্মান্ড   যার   পদ -প্রান্তে  !
মন্দিরে কি  তোমায়   মানায়  ! !
_____________________

No comments:

Post a Comment