লাউ আর লবণের দাম
-----------------------------
কেনবা উতলা হই রূপসী অমন চাঁদ দেখে
এ- কথা যখন ই বলি মধু- মনটাকে
এই পাকা দেহের ভিতরে
জ্বলে ওঠে !
তেলে বেগুনের মত জ্বলে ওঠে এই বুড়ো মন
বলে , --ওই তর কচি চাঁদ - ওই -ই তর কাল
ও রূপ নতুন নয় আজ
তার চেয়ে বুঝে নাও লাউ আর লবণের দাম ।
______________________________________________
Part -poem : composed in 1960-s [ not published yet ]
-----------------------------
কেনবা উতলা হই রূপসী অমন চাঁদ দেখে
এ- কথা যখন ই বলি মধু- মনটাকে
এই পাকা দেহের ভিতরে
জ্বলে ওঠে !
তেলে বেগুনের মত জ্বলে ওঠে এই বুড়ো মন
বলে , --ওই তর কচি চাঁদ - ওই -ই তর কাল
ও রূপ নতুন নয় আজ
তার চেয়ে বুঝে নাও লাউ আর লবণের দাম ।
______________________________________________
Part -poem : composed in 1960-s [ not published yet ]
No comments:
Post a Comment