অস্তরাগ ও সান্ধ্য সুর
-------------------------
অবেলায় কেন ডেকেছিলে
সে কি কোনো চেতনার দায়
কিম্বা সময়ের খেলা !
এখন পড়ন্ত বেলা ।
ফুরায়েছে উত্সবের কাল
শৈশব - সকাল কিম্বা মধ্যাহ্নের নয়
এখন সময়
ডমরুর ছন্দে নাচে
অঙ্গে রঙ্গে ভাঙ্গনের সুর
দূর ! --- বহুদূর -----------
বহুদূরে এসে গেছি পিছনে স্মৃতির মায়া ফেলে
কেন ডেকে নিয়ে এলে
পড়ন্ত বেলায় !
_________________________________________________
Composed :2003 ; published in ' আবার ফিরে এলাম ' (২০০৮)
-------------------------
অবেলায় কেন ডেকেছিলে
সে কি কোনো চেতনার দায়
কিম্বা সময়ের খেলা !
এখন পড়ন্ত বেলা ।
ফুরায়েছে উত্সবের কাল
শৈশব - সকাল কিম্বা মধ্যাহ্নের নয়
এখন সময়
ডমরুর ছন্দে নাচে
অঙ্গে রঙ্গে ভাঙ্গনের সুর
দূর ! --- বহুদূর -----------
বহুদূরে এসে গেছি পিছনে স্মৃতির মায়া ফেলে
কেন ডেকে নিয়ে এলে
পড়ন্ত বেলায় !
_________________________________________________
Composed :2003 ; published in ' আবার ফিরে এলাম ' (২০০৮)
No comments:
Post a Comment