Sunday, March 22, 2015

অতিরীন্দ্রিয় 
-------------
একদিন  যদি  দ্যাখো    আমি  শুদু  নেই  
আর  সব ই আছে 
ওই  শুদ্ধ   আকাশ   রয়েছে 
প্রশান্তি  সাগর   কুলে  --- অশান্ত  হাওয়ার   কোলে 
সব   ;  সব  ঢেউ  এরা     খেলিছে 
সব কিছু  জেনে  মেনে     শুধু   ভূলি ও না 
আমিও   রহিব   এই  অস্তিত্বের   বিম্বিত  মুকুরে 
সব গানে   ,  সব সুরে  ,  চিত্রিত  কথায় 
সব  দৃশ্যে   আর   ঘ্রানে  আমার ও   স্পন্দন 
খুঁজে  নিও  , বুঝে   নিও ।

আর  সব ই  আছে ,  রবে  , --আমি ই    রবো না 
একি   হয়  !
এই   মিথ্যা  অসুস্থ    প্রত্যয় 
ভুলে যেও   ।
______________________
Composed :  13 / 12 /  2003

No comments:

Post a Comment