সামগ্রিক
আর সব ই মুছে যাবে -- ভেসে যাবে
অবক্ষয়ে ক্ষয়ে যাবে
শুধু এই আত্মার পিপাসা
হৃদয়ের সুর ছন্দ , পাওয়া না পাওয়ার ভাব ভাষা
আকাশ -স্পন্দনে ভেসে চিরন্তনী চৈতন্য উত্সবে
সৃজন তরঙ্গে লেখা রবে
আর সব ই ডুবে যাবে ক্ষয়িষ্ণু দোলায়
শব্দ স্পন্দনের ঢেউ
লেখা আর লেখনীর ক্ষীন -জীবী দূরন্ত পিপাসা
ধুয়ে যাবে যাক ; মুছে যাবে যাক
তবু যা যাবার নয়
রবে :
চেতনার এই আলো
ভাব -যতি - ছন্দের প্রণয়
অলিখিত বেদনার সুর
অন্তরীণ স্মৃতি আর সামগ্রিক জীবনের ---
চেতনা মধুর !
_____________________
রচনা : 13 / 12 / 2003
আর সব ই মুছে যাবে -- ভেসে যাবে
অবক্ষয়ে ক্ষয়ে যাবে
শুধু এই আত্মার পিপাসা
হৃদয়ের সুর ছন্দ , পাওয়া না পাওয়ার ভাব ভাষা
আকাশ -স্পন্দনে ভেসে চিরন্তনী চৈতন্য উত্সবে
সৃজন তরঙ্গে লেখা রবে
আর সব ই ডুবে যাবে ক্ষয়িষ্ণু দোলায়
শব্দ স্পন্দনের ঢেউ
লেখা আর লেখনীর ক্ষীন -জীবী দূরন্ত পিপাসা
ধুয়ে যাবে যাক ; মুছে যাবে যাক
তবু যা যাবার নয়
রবে :
চেতনার এই আলো
ভাব -যতি - ছন্দের প্রণয়
অলিখিত বেদনার সুর
অন্তরীণ স্মৃতি আর সামগ্রিক জীবনের ---
চেতনা মধুর !
_____________________
রচনা : 13 / 12 / 2003
No comments:
Post a Comment