Tuesday, March 24, 2015

বড় 'দার   চলে   যাওয়া 
=================
বড় 'দার    চলে  যাওয়া  !
মৃত্যু   কিম্বা    ফিরে  যাওয়া   আপন  আলয়ে 
অথবা  প্রস্থান !

শৈশবের   সেই  স্মৃতি  আর   কৈশোরের   শুদ্ধ  অভিযান 
যৌবনের  দায়  - দেনা 
প্রৌর -জীবনের   জমা  যা কিছু  সংগ্রাম 
তুমি-তো   জেনেছো   সব-ই 
জয়   কিম্বা    পরাজয়-ব্যথা 
পূর্ণ   জীবনের  মঞ্চে 
ভালো  লাগা , ভালো-বাসা ;  যুক্তি  , যুদ্ধ  , অভিমান 
ত্রান  , পরত্রান 
সুদীর্ঘ   জীবন -ভরা   অনুভূতি - অভিজ্ঞতা    
দীর্ঘায়িত  জবনের-স্মৃতি  - আলপনা  
সব শেষে   যা   রবে  ,- রবেনা 
জীবনের   রন্ধ্রে-রন্ধ্রে  মেখে  নিলে   জানি  ।

আজ   তুমি   ফিরে  গ্যাছো   ঐশ্বরিক   আপন আলয়ে 
জীবনের  সব দায়    কী  ভাবে   সম্পূর্ণ  হয় 
কে  জেনেছে  ?   
হয়তো বা   কেউ  তা জানেনা  !
________________________
Composed :  24 /03 /2015

No comments:

Post a Comment