আমরা আরম্ভ করি -- শেষ করিনা
আড়ম্বর করি -- কাজ করিনা
যাহা অনুষ্ঠান করি , তাহা বিশ্বাস করিনা
যাহা বিশ্বাস করি তাহা তাহা পালন করিনা
ভুরি পরিমান বাক্য রচনা করিতে পারি, -- তিল পরিমান ত্যাগ করিতে পারিনা
আমরা অহংকার লইয়া পরিতৃপ্ত থাকি; যোগ্যতা লাভের চেষ্টা করিনা
সকল কাজে পরের সাহায্য প্রত্যাশা করি ; অথচ ------
পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি !
-----------------রবীন্দ্রনাথ ঠাকুর ।
---------------------------------------------------------------------------------------------------------
Presented by HGT : Source -- R.K . Mission Shelter ; Barakpur , W.Bengal ( 2002).
আড়ম্বর করি -- কাজ করিনা
যাহা অনুষ্ঠান করি , তাহা বিশ্বাস করিনা
যাহা বিশ্বাস করি তাহা তাহা পালন করিনা
ভুরি পরিমান বাক্য রচনা করিতে পারি, -- তিল পরিমান ত্যাগ করিতে পারিনা
আমরা অহংকার লইয়া পরিতৃপ্ত থাকি; যোগ্যতা লাভের চেষ্টা করিনা
সকল কাজে পরের সাহায্য প্রত্যাশা করি ; অথচ ------
পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি !
-----------------রবীন্দ্রনাথ ঠাকুর ।
---------------------------------------------------------------------------------------------------------
Presented by HGT : Source -- R.K . Mission Shelter ; Barakpur , W.Bengal ( 2002).
No comments:
Post a Comment