মনের মতো হয়না যে আর কিছু
ভালবাসা কিম্বা ঘৃণা করা
দুরে ঠেলে দেওয়া কিম্বা বুকের কাছে টানা
হয় না যে আর কিছু ---মোনের মতো
- - - - -
কথায় যেন বুকের ভিতর চীর খেয়েছে
ঘূণের মতো খাচ্ছে খুঁড়ে প্রাণ
কি সব লেন হারিয়ে কোথায় গ্যাছে
জলের মতো গড়িয়ে চলি , - এলিয়ে পড়ি
ধরে রাখার মতন তো আর কেউ
নাই - কাছে নাই !
- - - - - - --
( a part of my poem of 1970-s).
ভালবাসা কিম্বা ঘৃণা করা
দুরে ঠেলে দেওয়া কিম্বা বুকের কাছে টানা
হয় না যে আর কিছু ---মোনের মতো
- - - - -
কথায় যেন বুকের ভিতর চীর খেয়েছে
ঘূণের মতো খাচ্ছে খুঁড়ে প্রাণ
কি সব লেন হারিয়ে কোথায় গ্যাছে
জলের মতো গড়িয়ে চলি , - এলিয়ে পড়ি
ধরে রাখার মতন তো আর কেউ
নাই - কাছে নাই !
- - - - - - --
( a part of my poem of 1970-s).
No comments:
Post a Comment