Monday, January 19, 2015

সান্ধ্য   সুর
-----------
 মন্দ নয়  ;  ভালো আছি
যদিও   প্রস্থান  পথে  অপেক্ষায়
এখনো  সকাল  -সূর্য  স্বপ্নিল আলোয়
ভর  তোলে    আশপাশ
 ছন্দ-গন্ধ - রঙ্গে - ঢালা আবির  ছড়ায়
আকাশ-  শৃঙ্গারে
বুঝি -- অরুপের   ছায়া   খুঁজি  মরি বুকের  ভিতরে
অথবা  নদীর  জলে   তোমার মুখের  !
তাই
এখনো  বলতে  পারি
ভালো  আছি ।
---------------------------------
Composed  : 2/ Dec. / 2009

No comments:

Post a Comment