(ভালোবাসা )
স্মৃতির পাতা থেকে ।
==============
ন' মাস - ছ' মাস পরে আমেরিকা থেকে আসি দিল্লী চিত্ত রঞ্জন পার্কে । এবার দেখছি একটি বিড়াল বার বার উকি মারছে আর আমায় দেখছে ! ভাবি -- চেনে নাকি আমায় ! - - - মনে পড়ল ; সেই বাচ্চা বেড়াল ছানাটাকে তার মায়ের সাথে রেখে গেছিলাম ।
কয়েকবার ডাকতেই একটু - একটু কোরে এগোলো ; কিন্তু দারুণ ভয়ে ভয়ে । দুধ দিলাম , - এলো না । - - সরে গেলাম ; পরে ফিরে এসে দেখছি --খাচ্ছে । এবং খেয়েই পালাচ্ছে । - -- - কয়েকদিনে ভাব হোলো ! - - - ভাবতে লাগলাম : এই চেতন-শক্তি বা চিনবার শক্তি এদের মধ্যে কতো সজাগ বা সহ-জাত !
- - - এই দেড় -দু-মাস থেকে এখন ও নিজেই আমার কাছে এসে গা ঘষে আর ফুলে - ফুলে কাঁপে । রোজ তিনবার দুধ ও মাছ ওর পাওনা বরাদ্দ । ভুলে গেলে চেঁচিয়ে স্মরণ করিয়ে দ্যায় ।
যেটা ওর পাওনা তা' তো দিতেই হবে । তবে ঘরে বেশী আসতে দেইনা ওর উপকার ভেবেই । - - - - - - - - - --- আবার ক' দিন পরে দূর-দেশে যাবো । ঘরের অধিকার দিয়ে - - -যখন থাকবোনা তখন ওর ই কষ্টের কারণ হতে হবে ,-- ভালোভাবে থাকার পরে হঠাত গরীব হয়ে যাওয়ার মতো !
আমার আনন্দ পাওয়ার চেয়ে ওর দিকটাই একটু বেশী ভাবতে চেষ্টা করি । এইটুকুই যা' পারি ।
_____________________________________________________
Composed : 11/ 02 / 2002 ; by Phanibhushan .
স্মৃতির পাতা থেকে ।
==============
ন' মাস - ছ' মাস পরে আমেরিকা থেকে আসি দিল্লী চিত্ত রঞ্জন পার্কে । এবার দেখছি একটি বিড়াল বার বার উকি মারছে আর আমায় দেখছে ! ভাবি -- চেনে নাকি আমায় ! - - - মনে পড়ল ; সেই বাচ্চা বেড়াল ছানাটাকে তার মায়ের সাথে রেখে গেছিলাম ।
কয়েকবার ডাকতেই একটু - একটু কোরে এগোলো ; কিন্তু দারুণ ভয়ে ভয়ে । দুধ দিলাম , - এলো না । - - সরে গেলাম ; পরে ফিরে এসে দেখছি --খাচ্ছে । এবং খেয়েই পালাচ্ছে । - -- - কয়েকদিনে ভাব হোলো ! - - - ভাবতে লাগলাম : এই চেতন-শক্তি বা চিনবার শক্তি এদের মধ্যে কতো সজাগ বা সহ-জাত !
- - - এই দেড় -দু-মাস থেকে এখন ও নিজেই আমার কাছে এসে গা ঘষে আর ফুলে - ফুলে কাঁপে । রোজ তিনবার দুধ ও মাছ ওর পাওনা বরাদ্দ । ভুলে গেলে চেঁচিয়ে স্মরণ করিয়ে দ্যায় ।
যেটা ওর পাওনা তা' তো দিতেই হবে । তবে ঘরে বেশী আসতে দেইনা ওর উপকার ভেবেই । - - - - - - - - - --- আবার ক' দিন পরে দূর-দেশে যাবো । ঘরের অধিকার দিয়ে - - -যখন থাকবোনা তখন ওর ই কষ্টের কারণ হতে হবে ,-- ভালোভাবে থাকার পরে হঠাত গরীব হয়ে যাওয়ার মতো !
আমার আনন্দ পাওয়ার চেয়ে ওর দিকটাই একটু বেশী ভাবতে চেষ্টা করি । এইটুকুই যা' পারি ।
_____________________________________________________
Composed : 11/ 02 / 2002 ; by Phanibhushan .
No comments:
Post a Comment