এ কোথা এলেম এখন সুধাই কারে
কেউ কোথা নেই - আমি একা পথ চলি
ক্লান্ত পথিক , এখানেই থামো --- মন বলে কিছু বলি
কোথা যেতে চাও , কারে পেতে চাও তুমি-ই কি ভালো জানো
তৃষ্ণা -সজল দু-চোখে তাকাও ক্যানো !
............................
সুমুখে জীবন -পথ পড়ে আছে , এ তো খেলাঘর নয়
- - - - - - - - - --
দূর-দিগন্ত কোথা চেয়ে আছে , যেন সে ও দিশা- হারা
ঠাঁই কোথা আর পথ কোথা জানে কা -' রা
- - - - -- - - ---
__________________________________________________
Part of a song composed by Phanibhushan in 1970-s .
কেউ কোথা নেই - আমি একা পথ চলি
ক্লান্ত পথিক , এখানেই থামো --- মন বলে কিছু বলি
কোথা যেতে চাও , কারে পেতে চাও তুমি-ই কি ভালো জানো
তৃষ্ণা -সজল দু-চোখে তাকাও ক্যানো !
............................
সুমুখে জীবন -পথ পড়ে আছে , এ তো খেলাঘর নয়
- - - - - - - - - --
দূর-দিগন্ত কোথা চেয়ে আছে , যেন সে ও দিশা- হারা
ঠাঁই কোথা আর পথ কোথা জানে কা -' রা
- - - - -- - - ---
__________________________________________________
Part of a song composed by Phanibhushan in 1970-s .
No comments:
Post a Comment