Tuesday, January 6, 2015

একটি   নিঃসঙ্গ    মৃত্যু
=============
(As  I  personally  witnessed )
নেভেনি  হাটের র দীপ
নামে  নাই  শোকের   মিছিল
দুঃখিত  জনের   ভীড়   আছিলনা
ভেজা  চোখে    কেউ এসে   দাড়ায়নি   পাশে
একেলা  শয্যায়   শুয়ে  ,  -  মৃত্যুতে  সে   ঘুমায়ে   রয়েছে  !
এমন   অগ্জ্ঞাত  আসা  যাওয়া ;মধ্যবিত্ত  জীবনের  ঢেউ
 পরিচয় হীন
অন্তরঙ্গ  আছিলনা  কেউ ;  জানেনাই   সুখের  সংসার
কেননা  অকৃতদার  ।
আজ  বড়  নীরবে তৃপ্তিতে   শুয়ে  আছে
যেন  মৃত্যু  নিজেই   শুয়েছে  তার  কাছে ।
কোনো  কান্না , কোনো  দীর্ঘশ্বাসে
ভরেনি  নিস্তব্ধ  ঘর।
প্রতিবেশী  কেউ  আসে  যায়
সান্তনার  কথা  বলে  ;  কিন্তু  কা'কে
পাশ  ফিরে   তাকাবেনা   আর
যেন  তার  সব  কাজে  ছুটি
এই  মত   শান্ত-সুস্থ  ; সম্পূর্ণ   নীরবে   বেঁচে  থাকা
মহাপ্রস্থানের  মত  এই    যাওয়া !

কাহাকে   করেনি  ঋণী ;  ছিলনা   কিছুতে  দায়
নিতান্ত  আড়ালে  ডালে ,   বনের  অচেনা  পাখী
যেই  মত  আসে , থাকে ;  চলে  যায়
সেই  মতো   আসা  আর  যাওয়া
আজ  তার  ছুটি
 তাই  সে  ঘুমায়
মরণের   গভীর  চুমায়   !
_____________________________________________________
Composed  :  03 / 02 / 1981  ; was    in my area  for  2 or  3 years 

No comments:

Post a Comment