CRICKET - CHHORRAA
====================
ইংরেজিতে Grass Hopper কয় ; বাংলায় ফরিঙ নাচ
সাহেব-বিবি CRICKET বলে ; আর জানার কি কাজ
Match- fixing আর Spot-fixing , এটাই আসল জ্ঞান
কোটিপতির ব্যবসা কিম্বা বোকা বানাবার প্ল্যান
ব্রিটিশ -জাত রা দ্যাশ ছেড়েছে কোন বোহারা কয়
কায়দা , ফয়দা জানলে ভাইয়া কিছুই ছাড়ার নয়
পুতুল-নাচ বা বান্দর নাচ বা ফড়িং নাচ ই বলো
স্বাধীন হয়েও Copy-Cat এর স্বভাব নাহি গ্যালো
বলি-হুড বা টলি হুড - রা জম্ম নেলো কবে ?
নকল চি-দের স্বভাব হলে নতুন কি আর হবে !
ব্যবসায়ী দের Corrupt -খেলা যে নামেই বলো
B.P.L -রা বোকার মতো রসাতলে গ্যালো
স্কুল , কাছারী , অফিস ছেড়ে Cricket -এ মশগুল
Politics -এর ন্যাতারা সব আনন্দে দোদুল
জাহান্নামে দেশ ভেসে যায় ; যুবারা ও ধায়
ফড়িং-নাচের নেশায় মাতে ; T.V -তে মাতায়
যুবা ঘুমালো , পাড়া জুড়ালো ; বর্গী এলো দেশে
চোর - ছ্যাচড়ে দেশ ডুবে যায় ; রাজা -উজীর বেশে !
______________________________________
Composed in Sukumar Ray 's Style .
====================
ইংরেজিতে Grass Hopper কয় ; বাংলায় ফরিঙ নাচ
সাহেব-বিবি CRICKET বলে ; আর জানার কি কাজ
Match- fixing আর Spot-fixing , এটাই আসল জ্ঞান
কোটিপতির ব্যবসা কিম্বা বোকা বানাবার প্ল্যান
ব্রিটিশ -জাত রা দ্যাশ ছেড়েছে কোন বোহারা কয়
কায়দা , ফয়দা জানলে ভাইয়া কিছুই ছাড়ার নয়
পুতুল-নাচ বা বান্দর নাচ বা ফড়িং নাচ ই বলো
স্বাধীন হয়েও Copy-Cat এর স্বভাব নাহি গ্যালো
বলি-হুড বা টলি হুড - রা জম্ম নেলো কবে ?
নকল চি-দের স্বভাব হলে নতুন কি আর হবে !
ব্যবসায়ী দের Corrupt -খেলা যে নামেই বলো
B.P.L -রা বোকার মতো রসাতলে গ্যালো
স্কুল , কাছারী , অফিস ছেড়ে Cricket -এ মশগুল
Politics -এর ন্যাতারা সব আনন্দে দোদুল
জাহান্নামে দেশ ভেসে যায় ; যুবারা ও ধায়
ফড়িং-নাচের নেশায় মাতে ; T.V -তে মাতায়
যুবা ঘুমালো , পাড়া জুড়ালো ; বর্গী এলো দেশে
চোর - ছ্যাচড়ে দেশ ডুবে যায় ; রাজা -উজীর বেশে !
______________________________________
Composed in Sukumar Ray 's Style .
No comments:
Post a Comment