Tuesday, July 1, 2014

দিনান্ত          OR 
Death   Of  a     Great   Culture  !
=======================
নিহত   দিনের   পাশে   মুমূর্ষু   আকাশ  শুয়ে  আছে
করুণ  মৃত্যুর  লগ্নে   হত্যার  সনাক্ত  সব ই   মিছে
ছিটানো  রক্তের  স্রোতে   আকাশ - পৃথিবী  লালে  লাল
অভিজাত   শিল্পী  আসে   বেহায়ার   রুচিতে   মাতাল
দুশ্চরিত্র   ছবি  আঁকে   প্রদর্শনী  বলে  -  আহা ! মরি !
নিরুত্তর    মহাকাশ  ;  ক্লান্ত  চোখে   খোঁজে   হত্যাকারী ।

প্রাণ -হীন  আশে  পাশে  নামে  ধীরে  বিষ-অন্ধকার
সতীন   শহুরে  আলো   বাঁকা  ঠোটে    হাসিছে  আবার
ভিতরে   মাতাল  আর  লম্পট  শিক্ষিত   আশ- পাশ
উলঙ্গ  নৃত্যের   লোভে  নৈশ - ক্লাবে  খোলে  অন্গবাস
বেহালার   সুরে  দূ রে   কাঁ দে   বুঝি   বন্ধ্যা  কোনো  নারী
অসতী  নগর  চলে   অভিসারে ;  অপেক্ষায়   প্রিয়  হত্যাকারী !

এখনো  বস্তিতে  গৃহে   আলো-নেভা  সাম্যবাদী  সাজ
সাজানো  দেহের  স্বপ্নে   নগ্ন  হলো  একটি  সমাজ
সজ্জিত  কলুষ   কোণে   এখনো  মিলত  হয়   কপট -কপটী  ,  'স্বামী- সতী '
আলো- জ্বালা   অভিনয়ে   মুখরিত ;  শহরের    অরণ্য আরতি
মিথ্যা  পান্ডুলিপি  নিয়ে   এখনো  গর্বিত-বুকে   সাহিত্যিক   কলমে   শিকারী
দিনের  মৃত্যুর  মঞ্চে  অভিনেত্রী  আশ পাশ   চেনে    হত্যাকারী  !

ধোয়াটে   আকাশ   যেন    শ্বাস-রুদ্ধ   বিষাক্ত  নিঃশ্বাস
উপরে  সূর্যাস্ত  আসে  নিয়মিত   ;  দিনান্তের  পাশ
এদিকে  গঙ্গার  পারে   নপুংসক   সজ্জিত   যুবক
কৃত্রিম  রূপসী   নিয়ে   ভাবে  --  সেও    প্রেমের  পূ জারী
সমস্ত  নগর  জুড়ে   অসুস্থ  বাতাস  ভাবে   -   কে  সে  হত্যাকারী ?

নগরী -সুন্দরী  সাজে    মুখে  রং  ,  হাসে   চমত্কার  !
রক্তের  ক্ষরণে   শ্রান্ত    আদিগন্ত  পৃথিবী  আঁ ধার
নিয়মত   মৃত্যু  কিম্বা    হত্যা  !   তার  উত্তর    খুঁ জিছে   মহাকাল
প্রতিটি  দিনের  পরে  আর  একটি  জারজ  সকাল
নিয় মে  শৃঙ্খলে   বাঁধা   পৃথিবীর  যত  নর- নারী
চলে   সুখ-অভিসারে  ;  জানেনাকো    --দূ রে  হত্যাকারী !

শতাব্দী  ঊটের   মত   বোবা-মুখে    বহে   ইতিহাস
দিনের   বুকের  পরে   জীবনের   নাটুকে  অভ্যাস
পুনরাবতনে   চলে ;  আমি-  তুমি   শিকারী - শিকার
মহৎ   আকাশ  তবু   নিয়ে  আসে   সূর্য  উপহার
বিষন্ন   বুকের   ভারে  অপেক্ষায়   অভিমানী    দিনের  কান্ডারী
নিরন্তর  প্রশ্ন  তোলে  ;  কে ?  কে ?    কে  সে  হত্যাকারী  ??
______________________________________
রে  এলাম'; ০৭/ ডিসেম্বর / ২০০৮, দিল্লী  ।

No comments:

Post a Comment