----------------
শতাব্দী উটের মত বোবা- মুখে বহে ইতিহাস
দিনের ভাঁটার শেষে জীবনের নাটুকে অভ্যাস
পুনরাবর্তনে চলে আমি-তুমি শিকারী -শিকার
মহত আকাশ তবু নিয়ে আসে সূর্য-উপহার
অপেক্ষায় অভিমানী দিনের কান্ডারী
প্রশ্ন তোলে : কে ? কে? ; কে সে হত্যাকারী ??
______________________________
শতাব্দী উটের মত বোবা- মুখে বহে ইতিহাস
দিনের ভাঁটার শেষে জীবনের নাটুকে অভ্যাস
পুনরাবর্তনে চলে আমি-তুমি শিকারী -শিকার
মহত আকাশ তবু নিয়ে আসে সূর্য-উপহার
অপেক্ষায় অভিমানী দিনের কান্ডারী
প্রশ্ন তোলে : কে ? কে? ; কে সে হত্যাকারী ??
______________________________
No comments:
Post a Comment