দিনান্ত !
নিহত দিনের পাশে মুমূর্ষু আকাশ শুয়ে আছে
করুন মৃত্যুর লগ্নে হত্যার সনাক্ত সব ই মিছে
ছিটানো রক্তের স্রোতে আকাশ পৃথিবী লালে লাল
অভিনব শিল্পী আসে বেহায়ার রুচিতে মাতাল
দুঃশ্চরিত্র ছবি আঁকে প্রদর্শনী বলে --আহা ! মরি !
নিরুত্তর মহাকাশ ক্লান্ত চোখে খোঁজে হত্যাকারী !
- - - - - - --- - -
নিহত দিনের পাশে মুমূর্ষু আকাশ শুয়ে আছে
করুন মৃত্যুর লগ্নে হত্যার সনাক্ত সব ই মিছে
ছিটানো রক্তের স্রোতে আকাশ পৃথিবী লালে লাল
অভিনব শিল্পী আসে বেহায়ার রুচিতে মাতাল
দুঃশ্চরিত্র ছবি আঁকে প্রদর্শনী বলে --আহা ! মরি !
নিরুত্তর মহাকাশ ক্লান্ত চোখে খোঁজে হত্যাকারী !
- - - - - - --- - -
No comments:
Post a Comment