ছাত্রদের যৌন নির্যাতন, সেবাশ্রমের ব্রহ্মচারী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
তিন ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের এক ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে। তাঁর নাম প্রহ্লাদ ব্রহ্মচারী। মঙ্গলবার মালদহের সাহাপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিন ছাত্র লিখিত ভাবে পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট-২০১২ ধারায় মামলা করা হয়েছে। এ দিন আদালতে তোলার আগে অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। আমি নিরাপরাধ। |
Tuesday, December 24, 2013
ছাত্রদের যৌন নির্যাতন, সেবাশ্রমের ব্রহ্মচারী ধৃত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment