তীর্থ-পথ
অমৃত=তীর্থের পথে গেছি বার বার
ঘরে ফিরে এসেছি আবার
কেননা সমুদ্র - ধোয়া পৃথিবীর যুবতী- প্রার্থনা
সিঁদুরের টিপ পড়া সবুজের প্রসাধনী শৃঙ্গার রচনা
ভুলায়েছে বার বার
মুগ্ধ- বোধে ছুটে আসি
ভুলে যাই অমুর্তের ছোঁয়া !
আজ ও ভালো লাগে সব ই
আজ ও ভালোবাসি এই জীবনের মায়াবী সাধনা
এই ভালো লাগা যেন তোমার ই মুখের অন্য ভাব
আমার অমৃত- তৃষা পূর্ণ করে
অন্যতর মূর্ত - আবির্ভাব !
_______________________________________
( Composed ; 17 /08/ 2010 . Konnagar ).
অমৃত=তীর্থের পথে গেছি বার বার
ঘরে ফিরে এসেছি আবার
কেননা সমুদ্র - ধোয়া পৃথিবীর যুবতী- প্রার্থনা
সিঁদুরের টিপ পড়া সবুজের প্রসাধনী শৃঙ্গার রচনা
ভুলায়েছে বার বার
মুগ্ধ- বোধে ছুটে আসি
ভুলে যাই অমুর্তের ছোঁয়া !
আজ ও ভালো লাগে সব ই
আজ ও ভালোবাসি এই জীবনের মায়াবী সাধনা
এই ভালো লাগা যেন তোমার ই মুখের অন্য ভাব
আমার অমৃত- তৃষা পূর্ণ করে
অন্যতর মূর্ত - আবির্ভাব !
_______________________________________
( Composed ; 17 /08/ 2010 . Konnagar ).
No comments:
Post a Comment