শেষের স্তবক
আজ এই সন্ধ্যার দুয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে
বোবা - মুখে বুকের দুয়ারে
ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার ছিল সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে , - একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা \
সুক্ষ্ম তরঙ্গের মত নৈশব্দের জীবন্ত আঁধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তস্থলে
থাকে অপেক্ষায় !
আজ তার- ই সাথে সব বলা
এবং একেলা ।
( Composed June , 2009 , konnagar )
আজ এই সন্ধ্যার দুয়ারে
সব কথা ধীরে ধীরে ফিরে আসে
বোবা - মুখে বুকের দুয়ারে
ক্ষান্ত হয়ে শান্ত রয় !
যা কিছু বলার ছিল সব যেন নিজেকেই বলা
সংলাপের উর্দ্ধে উঠে , - একেলা আপন মনে
আপনার সাথে কথা বলা \
সুক্ষ্ম তরঙ্গের মত নৈশব্দের জীবন্ত আঁধারে
যেখানে সকল কথা শব্দের অতীত অন্তস্থলে
থাকে অপেক্ষায় !
আজ তার- ই সাথে সব বলা
এবং একেলা ।
( Composed June , 2009 , konnagar )
No comments:
Post a Comment