প্রস্থান
আমি-তো প্রস্তুত আছি
যদি আজ এসেছে সময়
সহজে তোমার ডাকে চলে যাবো
পিছনের কোনো টান --সেও কিছু নয়
এই যে সাজানো ঘর , বারান্দায় ছড়ানো রোদ্দুর
সুমুখে গঙ্গার কোলে হাওয়া
পশ্চিম আকাশে ঢালা রঙ
সে ও কিছু নয় ।
কিছু কাজ বাকী পড়ে আছে
কিছু শিল্প - কাজ
কিছু পান্ডু-লিপি , কিছু কবিতা ও ছন্দের প্রনয়
তা ও কিছু নয়
জীবনের সব কাজ সম্পূর্ণ হয়েছে কবে কার !
তোমাকে ই সব চেয়ে ভালো লাগে আজ !
যদি আজ এসেছে সময়
আমি তো প্রস্তুত আছি -- আছি অপেক্ষায় ।
আমি-তো প্রস্তুত আছি
যদি আজ এসেছে সময়
সহজে তোমার ডাকে চলে যাবো
পিছনের কোনো টান --সেও কিছু নয়
এই যে সাজানো ঘর , বারান্দায় ছড়ানো রোদ্দুর
সুমুখে গঙ্গার কোলে হাওয়া
পশ্চিম আকাশে ঢালা রঙ
সে ও কিছু নয় ।
কিছু কাজ বাকী পড়ে আছে
কিছু শিল্প - কাজ
কিছু পান্ডু-লিপি , কিছু কবিতা ও ছন্দের প্রনয়
তা ও কিছু নয়
জীবনের সব কাজ সম্পূর্ণ হয়েছে কবে কার !
তোমাকে ই সব চেয়ে ভালো লাগে আজ !
যদি আজ এসেছে সময়
আমি তো প্রস্তুত আছি -- আছি অপেক্ষায় ।
No comments:
Post a Comment